অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ৬ রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাঁদের দেশে ফিরতে নির্দেশ দেয়।
ঢাকা ও রিয়াদের তিনটি কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, জাবেদ পাটোয়ারী রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে সর্বশেষ গত ২৮ আগস্ট সৌদি রাজধানী ত্যাগ করেন। রিয়াদে নিজের ঘনিষ্ঠজনদের তিনি দুবাই হয়ে আমেরিকা চলে যাওয়ার কথা জানিয়ে গেছেন।
উল্লেখ্য, জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে ২০২০ সালের ১৩ এপ্রিল সৌদি আরবে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয় শেখ হাসিনার সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাঁকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।
সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট অন্য যেসব কর্মকর্তার চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সবাই ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তবে এখনো ফেরেননি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত থাকা জাবেদ পাটোয়ারী।
এমআই