বিতর্কিত ম্যাজিস্ট্রেট উর্মিকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা

বিতর্কিত ম্যাজিস্ট্রেট উর্মিকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ ঘোষণা
জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী অ্যাখ্যা দেওয়া ও গণহত্যাকে সমর্থন করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করে আন্দোলনকে অস্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ও ক্যাম্পাসে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে তাকে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হাফিজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষ ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রজনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী তাপসী তাবাসসুম উর্মীকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এতে আরও বলা হয়, শাবিপ্রবি প্রশাসনের কাছে আমরা দাবি করছি, তাপসী তাবাসসুম উর্মীর সনদ বাতিল করার জন্য। এ ছাড়াও বর্তমান সরকারের কাছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের দাবি করছে যে, তাপসী তাবাসসুম উর্মীকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটূক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

উল্লেখ্য, উর্মি শাবিপ্রবির ২০০৯-১০ সেশনের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি