ভারতে পালাতে গিয়ে সীমান্তে সাবেক যুগ্ম সচিব আটক

ভারতে পালাতে গিয়ে সীমান্তে সাবেক যুগ্ম সচিব আটক

সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে ধরা খেলেন জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক করেছে।


শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিয়া নামক এলাকায় সালদা নদী বিওপির টহল দল তাকে আটক করে।


বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।


তিনি জানান, দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সালদা নদী বিওপির দল টহল দিচ্ছিল। এ সময় আন্তর্জাতিক সীমারেখা সীমান্ত পিলার ২০৫০/৮-এস থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে ভারতে অনুপ্রবেশের জন্য ঘোরাঘুরি করার সময় এ কে এম জি কিবরিয়া মজুমদার নামে একজনকে আটক করে।


পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবকে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার কারণে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আসেন।


বিজিবি অধিনায়ক আরও জানান, আটক সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করার দায়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা