এলপিজিবাহী জাহাজের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

এলপিজিবাহী জাহাজের আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া এ্যাংকরেজ এরিয়ায় নোঙর করে রাখা এলপিজি বহনকারী 'বি-এলপিজি সোফিয়া' নামের লাইটার জাহাজটিতে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, "প্রায় ১২ ঘণ্টা চেষ্টার পর রোববার বেলা সাড়ে ১২টার দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে জাহাজটির ভিতরে পুনরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালাচ্ছেন।"

এর আগে, শনিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাত পৌনে ১টার দিকে কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল পয়েন্ট এলাকায় জাহাজটিতে হঠাৎ আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, এ ঘটনায় রোববার ভোর পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল জাহাজটিতে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আগুন লাগার পর প্রথমে নাবিকরা দুর্ঘটনাকবলিত জাহাজটি থেকে সাগরে লাফ দেন। পরে নাবিকদের উদ্ধার করা হয়।

এদিকে, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি