গত সোমবার চবিতে অধ্যয়নরত আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের ‘এনড্রয়েট ডিভাইস বা স্মার্ট ফোন ক্রয়ের জন্য’ সফট লোন অনুমোদন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য দপ্তরের সভা শেষ হলে গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভায় কমিটির যুগ্ম আহ্বায়ক চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, সদস্য ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, হিসাব নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মোহাম্মদ মুছা প্রমুখ উপিস্থিত ছিলেন।
সভায় বিস্তারিত আলোচনার পর ইউজিসি অনুমোদিত ৩৭৫০ জন শিক্ষার্থীকে ‘সফট লোন’ প্রদানের বিষয়ে গঠিত কমিটি যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে দ্রুত লোন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অর্থসংবাদ/এ এইচ আর ১৫:৩২/ ১১:২৬:২০২০