ঈদে পাঁচদিন, পূজার ছুটি ৩ দিন হতে পারে

ঈদে পাঁচদিন, পূজার ছুটি ৩ দিন হতে পারে

ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটি বাড়তে পারে। একই সঙ্গে বাড়তে পারে দুর্গাপূজার ছুটিও।


দুই ঈদের ছুটি বাড়িয়ে পাঁচদিন এবং দুর্গাপূজার ছুটি তিনদিন করার প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় উঠছে। এ সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বসবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, এখন দুই ঈদের সময় ঈদের দিন এবং ঈদের আগে পরে একদিন করে দুদিনসহ মোট তিনদিন সরকারি ছুটি থাকে। এখন এ ছুটি ঈদের দিন ও আগে-পরে দুদিন করে মোট পাঁচদিন করার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে এখন দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন ছুটি থাকে। এ ছুটি বাড়িয়ে তিনদিন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের সভায় এ প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী ঈদ ও পূজা থেকে তা কার্যকর হবে।


দুর্গাপূজার ছুটি বাড়ানোর জন্য সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যদিও এবার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়ে দুদিন করা হয়েছে।


একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের দিন ৫ আগস্টকে জাতীয় দিবস ও অসাধারণ ছুটি ঘোষণার বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।


এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘প্রত্যাগত অভিবাসী নীতিমালা, ২০২৪’ অনুমোদন হতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা