অপরদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কমদামে বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হযেছে ১৩ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৩৫ হাজার টাকা।
অপরদিকে শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৫ টাকায়, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ২৮ টাকা ৬০ পয়সা।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলো- বারাকা পাওয়ার, প্যাসিফিক ডেনিমসের ৯ দশমিক ৫৭ শতাংশ, কাট্টলী টেক্সটাইলের ৯ দশমিক ৫২ শতাংশ, স্টাইল ক্রাফটের ৯ দশমিক ৪১ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮ দশমিক ৬৫ শতাংশ, দি পেনিনসুলা চিটাগাংয়ের ৭ দশমিক ৯২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৭ দশমিক ৬২ শতাংশ এবং বঙ্গজ লিমিটেডের ৭ দশমিক ৬১ শতাংশ দাম কমেছে।
অর্থসংবাদ/ এমএস