ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বিদায়ী সপ্তাহে নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪ টাকা ৯০ পয়সা বা ২৫ দশমিক ৯৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য ছিলো ১৪ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা প্রগ্রতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২৩ দশমিক ৮৬ শতাংশ। আর শেয়ারের দাম ২৩ দশমিক ০৮ শতাংশ কমায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান নিয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, হামি ইন্ডাস্ট্রিজ, এস্কয়ার নিট, এমএল ডায়িং, সিভিও পেট্রো, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং আজিজ পাইপস।
এমআই