সূত্র মতে, কোম্পানিটির নাম ‘আর এন স্পিনিং মিলস লিমিটেড’ থেকে ‘শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি’ রাখার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে কোম্পানিটির ট্রেডিং কোড পরিবর্তন করা হচ্ছে। বর্তমান ট্রেডিং কোড `RNSPIN' এর পরিবর্তে `SHARPIND' কোডে লেনদেন করবে কোম্পানিটি।
আগামীকাল ২৯ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
এমআই