ছাগলের খামারে মাটি খনন করে অবৈধ সিগারেটের সরঞ্জাম জব্দ

ছাগলের খামারে মাটি খনন করে অবৈধ সিগারেটের সরঞ্জাম জব্দ

কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট স্ট্যাম্প ও ব্যান্ডরোল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অভিযান পরিচালনাকারী একটি দল।


গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম কমিশনারের নেতৃত্বে নিবারক দল কর্তৃক ‘চোরাচালান’ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ফার্ম চেয়ারম্যান পাড়া এলাকাস্থ বিজয় ইন্টারন্যাশনাল টোবাকো লিমিটেডের মালিকানাধীন গুদাম ও ছাগলের খামারে অভিযান চালিয়ে এসব অবৈধ সিগারেটের সরঞ্জাম জব্দ করা হয়।


জানা গেছে, অভিযানে ছাগলের খামারে মাটি খনন করে ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প এবং ব্যবহৃত সিগারেট ব্যান্ডরোল পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী দল কর্তৃক বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো লিমিটেড চকোরিয়া, কক্সবাজারের ভ্যাট ম্যানাজার মো. কামরুজ্জামান স্বপনের উপস্থিতিতে ৩৬ লাখ ২৪ হাজার পিস ব্যবহৃত সিগারেট স্ট্যাম্প এবং ২ লাখ ৫০ হাজার পিস সিগারেট নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। বর্ণিত ব্যান্ডরোলসমূহ ব্যবহার করলে প্রায় ১৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি হতো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।


কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম সকল ধরণের চোরাচালান প্রতিরোধে ও সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণে সর্বদা অগ্রগামী ও গতিশীল। চোরাচালান প্রতিরোধের জন্য নিবারণী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সকল ধরনের অবৈধ/জাল পণ্য ও সিগারেট বাজারে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা