দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এ নিয়ে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা হলো ২৩০। এর মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯১; গোল্ড সদন পাওয়া কারখানার সংখ্যা ১২৪; সিলভার সদনপ্রাপ্ত কারখানা ১০টি এবং সার্টিফায়েড সদনপ্রাপ্ত কারখানা ৪টি। বিশ্বের ১০০টি শীর্ষ লিড সদনপ্রাপ্ত কারখানার ৬২টি এখন বাংলাদেশের।
২০২৪ সালে এ নিয়ে মোট ২৪টি কারখানা পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে। ২০২৩ সালে মোট সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি কারখানা। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিডের স্বীকৃতি পায়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পেয়েছে কটন ফিল্ড বিডি। এই সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ পেলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ নম্বর পেলে ‘লিড সিলভার’ ও ৪০-৪৯ নম্বর পেলে ‘লিড সার্টিফায়েড’ সনদ দেওয়া হয়।
এমআই
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                