রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বেক্সিমকো ৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এসকে ট্রিমস ২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বিডি থাই, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, হাক্কানি পাল্প, আইএফআইসি, খুলনা পাওয়ার, খুলনা প্রিন্টিং, মার্কেন্টাইল ব্যাংক, এম.এল ডাইং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল টিউবস, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সায়হাম কটন ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
অর্থসংবাদ/ এমএস