রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ এপ্রিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১২ এপ্রিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) স্নাতকের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১২, ১৯ ও ২৬ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে এই তারিখ চূড়ান্ত নয় বলে সন্ধ্যায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান।

অন্যদিকে এবারো সিলেকশন প্রথা থাকবে বলে জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, দেশের ৫ বিভাগে অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় একবারে মোট ১ লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন। ফলে প্রাথমিক পর্যায়ে আবেদনকারী সব শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের সুযোগ পাবেন না।

অধ্যাপক ফরিদ খান বলেন, আজ ‘ভর্তি উপকমিটি’র মিটিং ছিল। সবাই মিলে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা ‘ভর্তি কমিটি’র কাছে সুপারিশ করা হবে। ‘ভর্তি কমিটি’ এ সুপারিশ আমলে নিতেও পারেন আবার নাও পারেন। কারণ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ‘ভর্তি কমিটি’ নিয়ে থাকেন। তবে তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম।

সিলেকশনের বিষয়ে তিনি জানান, পাঁচটা বিভাগে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই সব বিশ্ববিদ্যালয়ে একবারে এক লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। ফলে এক লাখের বেশি শিক্ষার্থী আবেদন করলে সিলেকশন করা লাগবে। তবে সার্বিক বিষয়ে ‘ভর্তি কমিটি’ সিদ্ধান্ত নেবে। আগামী ১৪ নভেম্বরে এ বিষয়ে জানা যাবে।

এর আগে বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি উপ-কমিটির সভায় সর্বসম্মতভাবে রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২৫ সালের ১২, ১৯ ও ২৬ এপ্রিল তারিখে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি