আজ রোববার(৩০ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই মার্চেন্ট ব্যাংকের উদ্বোধন করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল- ইসলাম।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নিবার্হী কর্মকর্তা ( সিইও ) তানজিম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক অধ্যাপক ডক্টর মো.জোনায়েদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শওকত জামিল।
ইউসিবির এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি বলেন, ইউসিবি স্টক ব্রোকারেজ হাউজের শাখা ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট গত পাঁচ বছরে ৬৩ তম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্পের তহবিল গঠনের ক্ষেত্রে ইউসিবি অন্যতম প্রবর্তক এবং আজ অবধি ইউসিবি সকল বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ওই বিশেষ তহবিল থেকে সর্বাধিক পরিমাণে ঋণ অর্থ বিনিয়োগ করছে।
তিনি বলেন,একটি শক্তিশালী পুঁজিবাজারের জন্য কোয়ালিটিফুল আইপিও নিয়ে আসতে হবে। তা না হলে পুঁজিবাজারের গ্রোথ হবে না।
ইউসিবি পরিবার পুঁজিবাজারে ধরনের অবদান রাখছে। আগামীতে মার্চেন্ট ব্যাংক সেক্টরে আমরা শীর্ষে অবস্থান করবো বলে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
বাংলাদেশ সকল অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থাগুলো মধ্যে ইউসিবির নতুন গঠিত সহায়ক কোম্পানি ইউসিবি এসেট ম্যানেজমেন্টর মূলধন সবচেয়ে বেশি। ইউসিবি ইনভেসমেন্ট মার্চেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে দ্রুত এই সেক্টরে শীর্ষে চলে আসবে।