রাজধানীর সোনারগাঁ হোটেলে ‘অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীমূলক পুনর্গঠন’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে আইআইএক্স, ইউএনডিপি ও বাংলাদেশ সরকার।
সভায় জানানো হয়, ‘অরেঞ্জ বন্ড’ হলো এক ধরনের বন্ড, যার মাধ্যমে সংগ্রহ করা অর্থ টেকসই অর্থনৈতিক উন্নয়নে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত, লিঙ্গ সমতা ও পরিবেশগত ইস্যুতে বিনিয়োগ করা হয়। বিশ্বের অনেক দেশে আগে থেকে এমন বন্ড থাকলেও বাংলাদেশে প্রথম।
অর্থ উপদেষ্টা সভায় বলেন, ‘অর্থের প্রয়োজনে সবাই ব্যাংকে যায়। পুঁজিবাজারও আছে। তবে বিগত সময়ে অনেক অনিয়মের কারণে এখানে সমস্যা তৈরি হয়ে আছে। এ ধরনের বন্ডে ঝুঁকি কম।’
অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা মূলত প্রশমনে নজর দিই। কিন্তু অভিযোজনের দিকেও সমান গুরুত্ব দেওয়া দরকার।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী নীতিমালা পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, ‘অরেঞ্জ বন্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নীতি সংস্কার করতে হবে।’
এমআই