সূত্র মতে, আইপিওতে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিক্রয়যোগ্য প্রায় ৩৮৮ কোটি টাকার শেয়ারের বিপরীতে জমা পড়েছে ২ হাজার ২২৬ কোটি টাকার আবেদন। যা প্রয়োজনের তুলনায় ৫ দশমিক ৭৫ গুণ বেশি।
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের বরাদ্দকৃত ২৩ কোটি ২০ লাখ শেয়ার বা ২৩২ কোটি টাকার বিপরীতে ৬৪০ কোটি টাকার আবেদন করেছে। এতে মোট ১২ লাখ ৮০ হাজারটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) ধারী আবেদন করেছে। যা পুঁজিবাজারে ইতিহাসে কোনো কোম্পানিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের আবেদন।
অপরদদিকে যোগ্য বিনিয়োগকারীরা তাদের জন্য বরাদ্দকৃত ১৫৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ারের বিপরীতে ১৫৮৭ কোটি টাকার আবেদন করেছে। তাতে ৬২১ জন যোগ্য বিনিয়োগকারী রবির আইপিও শেয়ারের জন্য আবেদন জমা দিয়েছে। সব মিলে রবি’র আইপিও শেয়ারের যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের মোট আবেদন ছিল প্রায় ৩৮৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ারের বিপরীতে প্রায় ২২২৭ কোটি টাকা। যা প্রয়োজনের তুলনায় ৫ দশমিক ৭৫ গুণ বেশি।
অর্থসংবাদ/ এমএস