এদিকে এরই মধ্যে দেশটি করোনায় দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত। রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি। ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্ত ও লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। করোনা সংক্রমণ প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।
সিটি মেয়র বিল ডি ব্লাসিও জানান, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।
অর্থসংবাদ/এ এইচ আর. ১২:০৭/১১.৩০.২০