ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার (১১ নভেম্বর) মনোস্পুল পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ১১ দশমিক ৬০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা স্টাইলক্রাফটের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৪৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৭৪ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।
সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এমবি ফার্মা, কে অ্যান্ড কিউ, আরামিট সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, ডেসকো, এনার্জিপ্যাক এবং সি পার্ল।
এমআই