সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির সভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটির সভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংক কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদ ব্যাংকের শরী’আহ সুপারভাইজরী কমিটি পুনর্গঠন করে। আট সদস্য বিশিষ্ট এই পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির প্রথম সভা (৯১তম) ১১ নভেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


সভায় মুফতি মাহফুজুল হক শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, মুফতি আবদুল্লাহ মাসুম- ভাইস চেয়ারম্যান এবং মুফতি আবু বকর সিদ্দিক নাবিল- সদস্য সচিব নির্বাচিত হন। সভায় পুনর্গঠিত শরী’আহ সুপারভাইজরী কমিটির অন্যান্য সদস্যগণের মধ্যে মুফতি যুবায়ের আবদুল্লাহ, ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. এম. মাসুদ রহমান, ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান (মিলন) এবং প্রফেসর ড. মো. শামসুল আলম উপস্থিত ছিলেন।


সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মো. নাজমুস সায়াদাত সহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।


সভায় উপস্থিত সদস্যবৃন্দ ব্যাংকের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সোশ্যাল ইসলামী ব্যাংককে একটি পরিপূর্ণ শরী’আহ কমপ্লায়েন্ট টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি