বেনাপোল বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন

বেনাপোল বন্দরে মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন করে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার স্থাপন করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য সহজীকরণ, পণ্য খালাসের সময় হ্রাসকরণ এবং চোরাচালান রোধকল্পে আমদানি-রপ্তানি কার্যক্রমে বাংলাদেশ কাস্টমস কর্তৃক দেশের বিভিন্ন বন্দর ও ল্যান্ড কাস্টমস স্টেশনে ফিক্সড কন্টেইনার স্ক্যানার ও মোবাইল কন্টেইনারসহ বিভিন্ন প্রকার ডিভাইস ব্যবহার করা হয়। এনবিআরের তত্বাবধানে বর্তমানে বেনাপোল বন্দরে ফিক্সড কন্টেইনার স্ক্যানার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।


জানা গেছে, গত ১৪ নভেম্বর বেনাপোল বন্দরে নতুন নির্মিত কার্গো টার্মিনাল উদ্বোধন ও পরিদর্শনকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন অবিলম্বে বেনাপোল বন্দরে স্ক্যানার স্থাপনের নির্দেশনা প্রদান করেন।


এদিকে ফিক্সড কন্টেইনার স্থাপন সময় সাপেক্ষ বিধায় উক্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত বেনাপোল বন্দরে নতুন কার্গো টার্মিনাল স্থাপনের প্রেক্ষিতে জাতীয় স্বার্থে পানগাঁও বন্দরে অস্থায়ীভাবে স্থাপিত একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বেনাপোল স্থল বন্দরে ইতোমধ্যে স্থাপন করার কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্পন্ন করা হয়েছে। এর ফলে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে এবং সম্মানিত ব্যবসায়ীগণ দ্রুততম সময়ের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করছে।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান