এবি ব্যাংকের মামলায় ওয়ান্ডারল্যান্ডের এমডি গ্রেপ্তার

এবি ব্যাংকের মামলায় ওয়ান্ডারল্যান্ডের এমডি গ্রেপ্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের দায়ের করা মামলায় ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজিয়া হোসাইনকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে বলে একটি সূত্রে জানা গেছে।

সুত্র মতে, এবি ব্যাংক লিমিটেডের রোকেয়া স্বরনী শাখার ঋণখেলাপী ওয়ান্ডারল্যান্ড হাউজিং এর  এমডি ফাহাদ হোসেন এবং চেয়ারম্যান রাজিয়া হোসাইন এর বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড ১৮৬০; এ মামলা করে ব্যাংক।  জাল দলিল তৈরি সহ প্রতারণার কারনে ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে মা,লা করে এবি ব্যাংক। রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। এছাড়াও এনআই অ্যাক্ট এ চেক জালিয়াতি এবং অর্থ ঋণ আদালত আইনে প্রায় ১০কোটি টাকার মামলা চলমান রয়েছে তাদের বিরুদ্ধে।

সূত্রে জানায়, প্রতারনার মামলায় ফাহাদ হোসেনকে গত ১০ নভেম্বর গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান রাজিয়া হোসাইনকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

অর্থসংবাদ/এ এইচ আর. ১১:৩৭/১২.০১.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা