এবি ব্যাংকের মামলায় ওয়ান্ডারল্যান্ডের এমডি গ্রেপ্তার

এবি ব্যাংকের মামলায় ওয়ান্ডারল্যান্ডের এমডি গ্রেপ্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের দায়ের করা মামলায় ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাজিয়া হোসাইনকেও পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে বলে একটি সূত্রে জানা গেছে।

সুত্র মতে, এবি ব্যাংক লিমিটেডের রোকেয়া স্বরনী শাখার ঋণখেলাপী ওয়ান্ডারল্যান্ড হাউজিং এর  এমডি ফাহাদ হোসেন এবং চেয়ারম্যান রাজিয়া হোসাইন এর বিরুদ্ধে ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ পেনাল কোড ১৮৬০; এ মামলা করে ব্যাংক।  জাল দলিল তৈরি সহ প্রতারণার কারনে ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের বিরুদ্ধে মা,লা করে এবি ব্যাংক। রাজধানীর কাফরুল থানায় এ মামলা করা হয়। এছাড়াও এনআই অ্যাক্ট এ চেক জালিয়াতি এবং অর্থ ঋণ আদালত আইনে প্রায় ১০কোটি টাকার মামলা চলমান রয়েছে তাদের বিরুদ্ধে।

সূত্রে জানায়, প্রতারনার মামলায় ফাহাদ হোসেনকে গত ১০ নভেম্বর গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ। তবে ওয়ান্ডারল্যান্ড হাউজিং লিমিটেডের চেয়ারম্যান রাজিয়া হোসাইনকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

অর্থসংবাদ/এ এইচ আর. ১১:৩৭/১২.০১.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি