৪০ টাকা দরে টিসিবির আলু বিক্রি শুরু কাল

৪০ টাকা দরে টিসিবির আলু বিক্রি শুরু কাল
বাজারে কয়েকদিন ধরে দাম বাড়ছে আলুর। এ পরিস্থিতিতে এবার ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করার উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। ঢাকা মহানগরে আগামীকাল বুধবার থেকে টিসিবির ট্রাকে আলু বিক্রির এই কার্যক্রম শুরু হবে। একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে ৪০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি আলু কিনতে পারবেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।

বর্তমানে বাজারে আলুর দাম বেড়ে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকায় উঠেছে। এতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের কথা বিবেচনায় নিয়ে ভর্তুকি মূল্যে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। সংস্থাটির এমন উদ্যোগে ৩ কেজি আলুতে একজন ক্রেতার সাশ্রয় হবে ৯০ থেকে ১০৫ টাকা।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে সাশ্রয়ী দরে টিসিবির পণ্য অর্থাৎ ভোজ্যতেল ও মসুর ডাল বিক্রি চলছে। পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরে ৫০টি ও চট্টগ্রাম মহানগরে ২০টি স্থানে ট্রাকে করে সাশ্রয়ী দরে টিসিবির পণ্য- তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের সরবরাহ করা চাল বিক্রি করা হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে বুধবার থেকে ঢাকায় আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিসিবি জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

নতুন এই পণ্য যুক্ত হওয়ার পর টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ৫ কেজি চাল ও ৩ কেজি আলু কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্যতেলের দাম ১০০ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা। এছাড়া ক্রেতারা প্রতি কেজি চাল ৩০ টাকায় কিনতে পারবেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান