সূত্র মতে, কোম্পানিটির সাবেক এমডির হাতে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৯৩৯টি শেয়ার তার উত্তরাধিকারীদের মধ্যে স্থানান্তর করা হবে। আদালতের দেওয়া উত্তরাধিকার সার্টিফিকেট অনুসারে নির্দিষ্ট পরিমাণে এ শেয়ার গ্রহণ করবেন তার উত্তরাধিকারীরা।
জানা যায়, উত্তরাধিকারীদের মধ্যে তার দুই কন্যা নাসরিন মেহবুব আলী ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার, শামশা এন. হাশওয়ানি ২৭ লাখ ৫৯ হাজার ৪৮৪টি শেয়ার এবং তার পুত্র মুনির মোবারক আলী ৫৫ লাখ ১৮ হাজার ৯৭১টি শেয়ার পাবেন।
এমআই