ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) স্টাইলক্রাফটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইনফরমেশন সার্ভিসেসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৪ শতাংশ বেড়েছে। আর ৭ দশমিক ৭৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, এনআরবি ব্যাংক, জাহিন স্পিনিং, কে অ্যান্ড কিউ, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল এবং বেক্সিমকো লিমিটেড।
এমআই