বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে তার দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে।
এছাড়া রেজিস্ট্রেশন কার্ড নেয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন ও কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।
আগামী ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে পারে। কারণ পরীক্ষার আগে আমরা অন্তত তিন মাস সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের ক্লাস নিতে চাই।
উল্লেখ্য,২০২০ সালে সারা দেশে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকা্রী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন।
অর্থসংবাদ/এ এইচ আর. ০৯:৫৩/১২.০২.২০