সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার এবং মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষিত শেয়ার হস্তান্তর করবেন তিনি।
উল্লেখ্য, ফাহিমা হোসনা এবং রোশমী রুহি উভয়ই কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।
এমআই