শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের উদ্দেশ্যকে সামনে রেখে প্রথমবারের মত “কেসএক্সপার্ট” আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় অনলাইনেই হবে কম্পিটিশনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীরা কেস কম্পিটিশনে অংশগ্রহণের মাধ্যমে নিজদেরকে বিভিন্ন পরিস্থিতিতে উপলব্ধি করে, বিভিন্ন স্ট্রাটেজি অবলম্বন করে কিভাবে তার সমাধান খুজে বের করতে হয় তা শিখবে। যা তাদেরকে পরবর্তী চাকরি জীবনের কঠিন প্রতিযোগিতায় সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। যখন আগের থেকেই এই ধরনের চর্চা থাকবে তখন চাকরি জীবনে তারা আউট অফ দি বক্স চিন্তা করতে পারবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে অনার্সে অধ্যায়ণরত যেকোনো শিক্ষার্থীই এই কেস কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। রেজিষ্ট্রেশন চলবে ০৬ ডিসেম্বর পর্যন্ত। গত ২৭ নভেম্বর রেজিস্ট্রেশন শুরু হয়। আর বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার।
বিজয়ীদের জন্য পুরস্কারের মধ্যে রয়েছে
চ্যাম্পিয়ন টিম: ৩০০০ টাকা প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ২০০০ টাকার ভাউচার।
১ম রানার আপ টিম: ২০০০ টাকার প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট।
২য় রানার আপ টিম: ১০০০ টাকার প্রাইজ মানি। সাথে বহুব্রীহির যেকোনো কোর্সে ৪০% ডিসকাউন্ট।
একজন শিক্ষার্থী একাই কম্পিটিশনে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবে অথবা দুইজন সদস্যদের টিম হিসেবেও রেজিষ্ট্রেশন করতে পারবে।
আরো বিস্তারিত জানতে ইভেন্ট লিংকে ক্লিক করুন https://www.facebook.com/rucareerclub/photos/gm.197272441862894/1772235302942156/?type=3&theater
অর্থসংবাদ/এ এইচ আর. ১০:৫৯/১২.০২.২০