শিল্পের যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক ঋণ নেওয়ার সুযোগ উদ্যোক্তাদের

শিল্পের যন্ত্রপাতি আমদানিতে বৈদেশিক ঋণ নেওয়ার সুযোগ উদ্যোক্তাদের
শিল্প খাতের যন্ত্রপাতি আমদানির জন্য বৈদেশিক ঋণ গ্রহণের সুবিধা বাড়ানো হয়েছে। এখন থেকে এ খাতে উদ্যোক্তারা বায়ার্স এবং সাপ্লাইয়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে তিন বছর মেয়াদি বৈদেশিক ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ বাড়লেও এর বিপরীতে সুদের হার বাড়ানো যাবে না। অপরিবর্তিত রাখতে হবে সুদের হার।

একই সঙ্গে যেসব প্রতিষ্ঠান শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য ইতোমধ্যে মধ্যমেয়াদি এবং স্বল্পমেয়াদি ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদও বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিল্পের যন্ত্রপাতি আমদানির জন্য উদ্যোক্তাদের সুবিধা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে বাজারে ডলারের ওপর চাপ কমবে। কারণ, স্বল্পমেয়াদি ঋণ নিলে দ্রুত পরিশোধ করতে হয় বলে ডলারের ওপর চাপ পড়ে। দীর্ঘমেয়াদি ঋণ সময় নিয়ে পরিশোধ করা যাবে বলে এতে বৈদেশিক মুদ্রার বাজারে চাপ কম পড়ে।

এই নির্দেশনার আওতায় এক্সপোর্ট প্রসেসিং জোন, প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন, ইকোনমিক জোন, হাইটেক পার্ক এবং সরকার ঘোষিত বিশেষায়িত জোনের ভেতরে অবস্থিত কারখানার জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া যাবে। এ সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র বিভাগের নিবন্ধন নিতে হবে। এর ভিত্তিতে ব্যাংককে এলসি খুলতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিডার ফরেন ঋণ বা সাপ্লাইয়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির ১৮২তম সভায় তিন বছর মেয়াদি ঋণের সিদ্ধান্ত হয়।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি