৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ৭ দশমিক শূন্য মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের বরাতে বিবিবসির প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা ৪৪ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগন উপকূলে সুনামি সতর্কতা জারি হয়। পরে তা প্রত্যাহার করা হয়েছে।


ভূমিকম্পের কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল উত্তরে হামবোল্ট কাউন্টির একটি ছোট শহর ফার্ন্ডেলে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এই ভূমিকম্পের পর কোনো মৃত্যু বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


হামবোল্ট কাউন্টি শেরিফের অফিস সিবিএস নিউজকে জানিয়েছে, ভবন বা অবকাঠামোর কোনো মারাত্মক ক্ষতি হয়নি। কিছু বাড়িতে সামান্য ক্ষতি হয়েছে। এলাকার বেশ কয়েকটি দোকানে জিনিসপত্র তাক থেকে পড়ে গেছে ও অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।


ফার্ন্ডেলের এক বাসিন্দা বলেন, যে ভবনটিতে ছিলাম, তার ভেতরে মনে হচ্ছে প্রতিটি ঘরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। আরেক প্রত্যক্ষদর্শী টড ডুনাওয়ে বলেন, এটা আক্ষরিক অর্থেই মনে হচ্ছিল যেন একটা বিশাল পানির বিছানায় দাঁড়িয়ে আছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত