ডিবি হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান, হার্ডডিস্কসহ নথিপত্র জব্দ

ডিবি হারুনের রিসোর্টে এনবিআরের অভিযান, হার্ডডিস্কসহ নথিপত্র জব্দ

কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদের ‘প্রেসিডেন্ট রিসোর্টে’ অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা অভিযানে এনবিআর গোয়েন্দারা চারটি হার্ডডিস্ক, কিছু কাগজপত্র এবং তথ্য উপাত্ত জব্দ করেন।


স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এনবিআরের পরিচালক চাঁদ সুলতানা চৌধুরানীর নেতৃত্বে অভিযানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


অভিযান শেষে চাঁদ সুলতানা চৌধুরানী বলেন, সার্ভেয়ারের সহায়তায় ল্যান্ড এবং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে। সেই রিপোর্টগুলোর ভিত্তিতে ফাঁকির বিষয়টি আমরা বের করতে পারব। আমাদের টিম সংগৃহীত তথ্য উপাত্ত এবং যারা সাপোর্ট করেছে তাদের রিপোর্টের ভিত্তিতে বলতে পারব আসলে কী পাওয়া গেল। বিষয়গুলো তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে ফলাফল আসবে, তারপরই সিদ্ধান্ত নেবে সরকার। ন্যাশনাল টাস্কফোর্সের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এই অভিযান পরিচালনা করেছে। রিপোর্টের পর দেখা যাবে সিদ্ধান্ত কী আসে।


এর আগে কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ ও তার পরিবারের নামে থাকা ব্যাংক হিসাব জব্দে চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি।


গত ২১ অক্টোবর সিআইসি থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাতে সাবেক ডিবিপ্রধান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশনা দেওয়া হয়। হারুন ছাড়াও তার বাবা-মা, স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনের যৌথ নামে অথবা ব্যবসাপ্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দ করতে নির্দেশনা দেওয়া হয়।


জানা গেছে, হারুন-অর-রশিদ মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গায় শত কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেন প্রেসিডেন্ট রিসোর্ট। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।


গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রিসোর্টটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান