রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও ওয়াহিদুল ইসলাম

রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও ওয়াহিদুল ইসলাম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মোঃ ওয়াহিদুল ইসলাম। এতদিন তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব মীনাক্ষী বর্মন।


প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগে দেওয়া হয়েছে।


জানা গেছে, ১৯৯৮ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন মো. ওয়াহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেনারেল ম্যানেজার থাকাকালীন সময়ে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। সোনালী ব্যাংকে বদলি হওয়ার পর সবশেষ তিনি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান।


বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি রুপালী ব্যাংকে যোগদান করবেন।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি