ধনীদের অর্থ-সম্পদের মাঝে অসহায় মানুষের হক আছে : রেজাউল করিম

ধনীদের অর্থ-সম্পদের মাঝে অসহায় মানুষের হক আছে : রেজাউল করিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ধনীদের অর্থ-সম্পদের মাঝে অসহায় মানুষের হক আছে। জামায়াতে ইসলামী ভোট পাওয়ার জন্য নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের পাশে দাঁড়ায়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতে ইসলামীর আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেরেবাংলা নগর থানা উত্তরের আমির মুহাম্মদ আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. মনজুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণীতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হালিম, মো. হুমায়ুন কবির, হাফেজ শাহজাহান, হাফেজ সাইফুল ইসলাম, মো. সাইফুল আলম, অ্যাডভোকেট তৌহিদুর রহমান প্রমুখ।

ড. মু. রেজাউল করিম বলেন, মানবতার কল্যাণের জন্য আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আমরা মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই। এ ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস