আজ থেকে শুরু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

আজ থেকে শুরু আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

শতাধিক দেশের ২৭৬টি চলচ্চিত্র নিয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি আলোকচিত্রী নাসির আলী মামুন ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন বেলা ১১টা, বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় মোট ৪টি প্রদর্শনী হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। চলচ্চিত্র প্রদর্শনীর পূর্বে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে।


উৎসবের কান্ট্রি ফোকাস করা হয়েছে ফিলিস্তিন। ২৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ফিলিস্তিনের আটটি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র প্রদর্শিত হবে। আঞ্চলিক ফোকাস হিসেবে আরব দেশগুলোকে নির্বাচিত করা হয়েছে। ২৬ ডিসেম্বর জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৯টি ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। জুলাই-আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দ্য ড্রিম’, ‘দ্য ফাইট’, ‘দ্য ভিক্টরি’ প্রদর্শিত হবে ২৩ ডিসেম্বর।


থাকছে একাধিক অধিবেশন ও সেমিনার। এ বছর আলমগীর কবির স্মৃতি বক্তৃতা প্রদান করবেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা নাঈম মোহায়মেন। বিষয়: মুক্তির গান, ইতিহাসের মঞ্চায়ন এবং দর্শকের বিশ্বাস। এছাড়া নীতি সংলাপে জাতীয় ফিল্ম কমিশনের আবির্ভাব শিরোনামে মূল প্রবন্ধ পাঠ করবেন এন রাশেদ চৌধুরী।


২৭ ডিসেম্বর বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা