ইবিতে সাপের উপদ্রব, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

ইবিতে সাপের উপদ্রব, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক এলাকাসমূহে সাপের উপদ্রব ক্রমে বাড়ছে। এতে আতঙ্কে ভুগছেন আবাসিক এলাকায় অবস্থানরত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।


জানা গেছে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের নিচতলায় সাপ দেখা গেছে। এর পূর্বেও ১৬ ডিসেম্বর দুপুরে আরেকটি দেখা গেছে বলে জানা যায়।


এবিষয়ে ওই ভবনে অবস্থানরত এক শিক্ষক বলেন, গত ১৬ ডিসেম্বর আমার বাসায় একটি সাপ পাওয়া যায়। আজ ১৯ ডিসেম্বরেও আরেকটি সাপ পাওয়া গেছে। গত ৩ দিনে ২ বার সাপ পাওয়া গেছে বিধায় বেশ আতংকিত অবস্থায় আছি। এখনো প্রশাসনকে জানায়নি। প্রশাসনকে জানালে আশা করি খুব দ্রুত ব্যবস্থা নিবে।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পঙ্কজ বলেন, প্রতিবার হল দীর্ঘদিন বন্ধের পর যখন খুলে তখন সকল ছাত্রছাত্রীদের মাঝে যে জিনিসটা সব থেকে বেশি আতঙ্ক সৃষ্টি করে তা হলো সাপ। খোলার পরেই দেখা যায় হলের বিভিন্ন স্থানে এমনকি রুমের মধ্যে ও সাপের উপদ্রব দেখা যায়। এর জন্য হল প্রসাশনকে সর্তক থাকতে হবে। বিশেষ করে হলের আশেপাশে পরিষ্কার রাখতে হবে।


ইবির এস্টেট অফিসের প্রধান মো. আলাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু হলের পুকুর সংলগ্ন জায়গা'সহ মফিজ লেকে ইতিমধ্যে অধিকাংশ জায়গা পরিষ্কার করা হয়েছে। কিছু জায়গা বাকি আছে কিছুদিনের মধ্যে এগুলো পরিষ্কার করা হয়ে যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি