দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে। ফলে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০৫ জানুয়ারি) সকাল থেকে ডিএসইতে লেনদেন বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।
ডিএসইর অ্যাপ্লিকেশন সাপোর্ট ডিপার্টমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্ধারিত সময় অনুযায়ী রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে বিনিয়োগকারী সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।
এবিষয়ে একটি ব্রোকারেজ হাউসের এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।
যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।
এসএম
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                