পুঁজিবাজারের সংকট নিরসনে স্টেকহোল্ডারদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা

পুঁজিবাজারের সংকট নিরসনে স্টেকহোল্ডারদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা

দেশের পুঁজিবাজারকে সংকটমুক্ত করার উপায় খুঁজতে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।


এর আগে গত অক্টোবর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছিলেন অর্থ উপদেষ্টা।


এবিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, মঙ্গলবার স্টেকহোল্ডারদের নিয়ে সভা করবেন অর্থ উপদেষ্টা। সেখানে পুঁজিবাজার উন্নয়নে করণীয় নিয়ে কথা বলবেন তিনি।


ডিএসইর পরিচালক পর্ষদের উদ্যোগে এই সভায় বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধিরা অংশ নেবেন।


অক্টোবরে বিএসইসির সঙ্গে বৈঠকের পর পুঁজিবাজারে মূলধনী আয়ের ওপর করহার কমিয়ে আনার সিদ্ধান্ত আসে।


পুঁজিবাজার উন্নয়নে তাৎক্ষণিক, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা। এরপর থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের পুঁজিবাজার। বেশ কিছুদিন সূচক ও লেনদেনও বাড়ে ডিএসইতে।


কিন্তু ২৭টি প্রতিষ্ঠানকে ডেজ শ্রেণিতে পাঠানো ও বিনিয়োগকারীদের আন্দোলনে তা পুনর্বহালের মত সিদ্ধান্তের পর লেনদেন খরায় পড়ে যায় পুঁজিবাজার। লেনদেন নেমে তিন থেকে সাড়ে তিনশ কোটি টাকা হচ্ছে বেশিরভাগ সময়ে।


এমন প্রেক্ষাপটে বাজার নিয়ে সরাসরি কাজ করা বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন সালেহ উদ্দিন আহমেদ।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন