“মাঝে মাঝে দূরে যাওয়া ভালো, দূরে গেলে কাছে আসা যায়"-কবি ময়ুখ চৌধুরী

“মাঝে মাঝে দূরে যাওয়া ভালো, দূরে গেলে কাছে আসা যায়"-কবি ময়ুখ চৌধুরী
প্রেমতো চোর নয়,ডাকাতের মতো চিঠি দিয়ে আসে
হত্যাকারীর মতো রক্ত নিয়ে যায়।
এতে সকলেরই জানা হয়ে যাবে:
ভালোবাসা মরে,
তবু,পিছুটান কখনো মরে না”

“চলে যেতে পারো,তবু এসেছিলে এই কথা ঠিক
মানুষেরা ভুল করে,ভুলে যেতে তবুও পারে না,
সামান্য চুড়ির শব্দে বেজে ওঠে রক্তের ঘুঙুর
প্রেমিক-প্রেমিকা হারে,তবু প্রেম কখনো হারে না”

“আকাশেরও ডানা আছে,
লোকে বলে: মেঘ।
তুমি ছাড়া এ আকাশ বৃথা,
লোকে বলে: আবেগ আবেগ”

“কালোচুল মেলে দিয়ে সন্ধ্যা নামে বইয়ের পাতায়,
রজনীগন্ধার মতো ঝুকে পড়ে নম্র অসহায়।
ফ্যানের বাতাসে নোট ,নড়ে ঠোঁট,রাত্রে লাগে ক্ষয়;
বামপন্থী কাকে বলে,বামে কেনো মানবহৃদয়?”

“মাঝে মাঝে দূরে যাওয়া ভালো।
দূরে গেলে কাছে আসা যায়
বোঝা যায় -কেউ কাছে ছিলো”

“আমি না হয় মিথ্যে হলাম
তুমি কেনো সত্যি হলে- নাকো।
এদিক না হয় ঘুণ ধরেছে
তোমার দিকে ভাঙলো কেনো সাঁকো ”

“ওয়াটার লু’র যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলো;
জিতেছিলো কে?
সমস্ত পৃথিবী পরাজিতের নামটাই মনে রেখেছে।
আমিও
তোমার প্রেমে ব্যর্থ হয়েছিলাম
তোমাকে কে চেনে?”

“তাকালেই যদি,- সেই তাকানোতে
কিছুটা অর্থ দিও; ঘৃণা কিংবা প্রেম।”

“তোমাকে দেখেই যারা অভ্যাসবশত বলে থাকে অপরূপা
তারা অন্য কেউ হবে,আমি নই
আমি তো কবেই থেকেই তূরের ঝলক পেয়ে অন্ধ হয়ে অাছি”

কবি ময়ুখ চৌধুরীর কবিতাবলি থেকে সংগৃহীত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ
জাপানে বঙ্গবন্ধুকে নিয়ে জাপানি চিত্রকলা বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
সোহেল মাহমুদের থ্রিলার-উপন্যাস ‘অ-নির্বাণ’
একুশে বইমেলায় আলতামিশ নাবিলের 'অস্কারনামা'
‘কাব্যরাগে অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মোড়ক উম্মোচন
বইমেলায় আলতামিশ নাবিলের 'বাংলার চলচ্চিত্রপাঠ'
বইমেলায় রাশেদুল মওলার ‘লকডাউনের লকারে’
বইমেলায় পাওয়া যাচ্ছে জহিরুল ইসলামের ‘এভিয়েশন ক্যারিয়ার’
একুশে বইমেলায় জান্নাতুল ফেরদাউস অনির ‘সরল অঙ্ক’