শেখ হাসিনা-রেহানা-টিউলিপের নামে দুদকের ৩ মামলা

শেখ হাসিনা-রেহানা-টিউলিপের নামে দুদকের ৩ মামলা

পূর্বাচলে অনিয়মের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ সোমবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, পূর্বাচল নিউ টাউনের প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর পরস্পরকে প্রভাবিত করা এবং অনিয়মের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়েছে।


আক্তার হোসেন জানান, শেখ রেহানা নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট, আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করেন। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি ১০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেন বলে দুদকের অনুসন্ধানে জানা গেছে।


টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তার বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনাকে প্রভাবিত করেন। ক্ষমতার অপব্যবহার করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট গণকর্মচারীদের প্রভাবিত করেন শেখ হাসিনা। এভাবে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৩ নম্বর প্লট শেখ রেহানার নামে বরাদ্দ করা হয়। এছাড়া প্লটের দখল নেওয়ার অপরাধে দন্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে ১৫ জনকে। যাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক কর্মকর্তারা রয়েছেন।


অন্যদিকে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকসহ ১৬ জনের বিরুদ্ধে আরও দুটি প্লট নেওয়ার অভিযোগে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।


এর আগে, রবিবার (১২ জানুয়ারি) একই অভিযোগে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরেকটা মামলা করে দুদক।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা