8194460 সিএসইতে লেনদেনের সময় বাড়ছে - OrthosSongbad Archive

সিএসইতে লেনদেনের সময় বাড়ছে

সিএসইতে লেনদেনের সময় বাড়ছে

দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন তথা শেয়ার ক্রয়-বিক্রয়ের সময় বাড়ছে। এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানো হচ্ছে। নতুন সময়সূচি আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) কার্যকর হবে।


গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়ে দিয়েছে সিএসই কর্তৃপক্ষ।ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনেদেন পরিচালনার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী রবিবার থেকে সিএসইতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। যা বেলা ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। বর্তমানে এক্সচেঞ্জটিতে লেনদেন শুরুর সময় সকাল ১০টা। বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এই লেনদেন চলে।


লেনদেনের সময় বৃদ্ধির কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচি পরিবর্তিত হবে। বর্তমানে বেলা ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন। নতুন সময়সূচি অনুসারে পোষ্ট-ক্লোজিং চলবে বেলা বেলা ২ টা ৩৫মিনিট থেকে ২ টা ৪৫ মিনিট পর্যন্ত।


বিনিয়োগকারীদের জন্য নমনীয়তা এবং তারল্য সুবিধা বাড়ানোর লক্ষ্যে লেনদেনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে সিএসইর চিঠিতে উল্লেখ করা হয়েছে।


তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নির্ধারিত সময় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন