লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি

লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি
শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এখনই আলোচনায় বসেছে বিসিবি। ইতিমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা শুরু করে দিয়েছে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে দফায় দফায় আলোচনার পর শেষ পর্যন্ত গত অক্টোবর মাসে সফরটা স্থগিতই করে দেয় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সফরটি আবারও আলোর মুখ দেখতে শুরু করেছে। বিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আলোচনা শুরু করেছে সফরটি নিয়ে।

গত জুলাই মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। সেটা স্থগিত হয়ে গিয়েছিল করোনাভাইরাসের কারণে। সেপ্টেম্বরে আবার সেই সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিল টাইগাররা। তারপর দুই দেশের ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতের মিল না হওয়ায় সফরটিই তখন স্থগিত হয়ে যায়। তার আগে আলোচনা হয়েছিল সফরে টি-টোয়েন্টি সিরিজও খেলা হবে।

২০২১ সালে জানুয়ারি মাসে শ্রীলঙ্কা সফরে আসবে ইংল্যান্ড। গত অক্টোবর মাসে বাংলাদেশকে শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ধরিয়ে দেওয়া হলেও ইংল্যান্ড দলকে নিজ দেশেই কোয়ারেন্টিন করে শ্রীলঙ্কায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ শ্রীলঙ্কায় পৌঁছে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেলে আর আইসোলেশনে থাকা লাগবে না ইংলিশদের। বিসিবির প্রত্যাশা বাংলাদেশের স্থগিত হয়ে যাওয়া সফর পুনরায় করার ক্ষেত্রেও শ্রীলঙ্কা এই নিয়মেই রাজি হবে।

অর্থসংবাদ/এসএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের