স্মার্টফোন গুলো হলো গ্যালাক্সি এম১১ (৩/৩২ গিগাবাইট), গ্যালাক্সি এম২১ (৪/৬৪ গিগাবাইট) কিংবা গ্যালাক্সি এম২১ (৬/১২৮ গিগাবাইট) মডেলের ডিভাইগুলো ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে পাবেন ১ হাজার টাকা। গ্যালাক্সি এম৩১ (৬/৬৪ গিগাবাইট) এবং গ্যালাক্সি এম৩১ (৮/১২৮ গিগাবাইট) মডেলের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা নিশ্চিত ক্যাশব্যাক হিসেবে ২ হাজার টাকা পাবেন।
এছাড়াও গ্যালাক্সি নোট ১০ লাইট (৮/১২৮ গিগাবাইট) ও গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতারা ৫ হাজার টাকার নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। স্যামসাং বাংলাদেশ জানায়, এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা উপহার হিসেবে পেতে পারেন গ্যালাক্সি বাডস, গ্যালাক্সি অ্যাক্টিভ ওয়াচ ২, গ্যালাক্সি ওয়াচ ফিট ২, টুইন উইন (বিনা মূল্যে একই মডেলের অন্য একটি স্মার্টফোন পাবেন), স্যামসাং ওয়াশিং মেশিন, স্যামসাং ইনভার্টার ফ্রস্ট রেফ্রিজারেটর এবং স্যামসাং এইচডিটিভি। এসএমএস ও উইন মোডালিটির মাধ্যমে ক্রেতারা কী গিফট পাবেন তা নির্বাচন করা হবে।