সোমবার (০৩ ফেব্রুয়ারি) মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে এ সম্মেলন শুরু হয়েছে।
সমাবেশে অংশগ্রহণ করবেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ( সাধারণ সম্পাদক এবি পার্টি), মোঃ নুরুল হক নুর ( সভাপতি গনঅধিকার পরিশোধ ও সাবেক ভিপি ডাকসু), আবু নাসের মোহাম্মদ রহমতুল্লা (বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য), ডঃ সফিকুল ইসলাম মাসুদ (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সেক্রেটারী মহা নগর দক্ষিন জামায়তে ইসলামী), মোঃ ফজলুল বারী ( অর্থ ও পুঁজি বাজার বিশ্লেষক) ও মোঃ দিদারুল আলম ভূঁইয়া (অর্থ সম্পাক, রাষ্ট্র সংস্কার আন্দোলন)।
সম্মেলনে পুঁজি রক্ষার্থে এবং আগামীর বাংলাদেশে স্বচ্ছ ও একটি সুন্দর পুঁজিবাজার গঠনে মাকসুদের পদত্যাগ দাবি করা হয়েছে। বিনিয়োগকারীদের দাবি, রাশেদ মাকসুদ অযোগ্য। তার শেয়ারবাজার নিয়ে জ্ঞান নাই। তারপক্ষে শেয়ারবাজার পরিচালনা করা সম্ভব না। তাই শেয়ারবাজারের স্বার্থে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়েছে।