দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যারা ছিলেন, তারা বলেছেন- বাংলাদেশের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। অর্থনীতির সুচক যেগুলো আছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে- ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে।


রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়’ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব সভার বিষয়বস্তু তুলে ধরেন।


অর্থ উপদেষ্টার বরাত দিয়ে শফিকুল আলম জানিয়েছেন, ম্যাক্রো-ইকোনমি স্থিতিশীলতা বাংলাদেশে ফিরে এসেছে। তার মানে আমরা বলতে পারি, ম্যাক্রো-ইকোনমিকালি আমরা একটি স্থিতিশীল জায়গায় এসেছি। আমাদের রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার, সেটা এখন সাড়ে ৩ মাসের আমদানি খরচ পূরণ করতে পারে। রিজার্ভের অবস্থা সামনে আরও ভালো হবে।


প্রেস সচিব বলেন, গত পাঁচ মাসে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের মতো। আমদানির প্রবৃদ্ধিও হয়েছে। নতুন নতুন কর্মসংস্থান হচ্ছে। মূল্যস্ফীতি এক সময় ১২ শতাংশ পর্যন্ত উঠে গিয়েছিল, পয়েন্ট টু পয়েন্ট হিসাবে সেটি আবার ৯ শতাংশে এসেছে। সুদের হার উচ্চ করা হয়েছিল, বিশ্বে এটাই স্বীকৃতি পদ্ধতি যে, সুদের হারকে উচ্চ করে মূল্যস্ফীতি কমানো। আমরা দেখেছি যে, এটি কাজ করছে, কাজ করার কারণে মূল্যস্ফীতি কমে এসেছে। আমাদের দৃঢ় বিশ্বাস- জুলাইয়ের মধ্যে এটা সাড়ে ৭ শতাংশের মধ্যে আসবে। আর খাদ্য পরিস্থিতির সরবরাহের বিষয়ে বলতে পারি, রোজার মাসে কোনও ধরনের মূল্যস্ফীতির চাপ- আমরা আশা করছি হবে না।


এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা