নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান সিরিজের প্রথম টেস্ট শেষে আইসিসি নতুন টেস্ট র্যাংকিং প্রকাশ করে। ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকার চতুর্থ স্থানে আছেন সাকিব। নিষিদ্ধ হয়ে নাম মুছে ফেলার আগে ৩৯৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনি তালিকার তৃতীয় স্থানে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেন হোল্ডারকে পিছনে ফেলে শীর্ষ স্থান দখল করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
৩৯৭ পপয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ৫৭৬ পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের ৩৭তম স্থানে আছেন সাকিব। আর বোলিং তালিকায় আছেন ২২তম স্থানে। এর আগে ওয়ানডে র্যাংকিং তারিকায়ও ফিরেছেন সাকিব। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পিছনে ফেলে সরাসরি শীর্ষস্থান দিয়ে তার প্রত্যাবর্তন হয়। টি-টোয়েন্টি র্যাংকিং তারিকায়ও র্যাংকিং ফিরে পেয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আছেন অল-রাউন্ডার তালিকার দ্বিতীয় স্থানে।