এসময় ভবনের সামনে শিক্ষার্থীরা আগুন জালিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।
গত সোমবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টা থেকে শুরু করে ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভের পর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগামী রোববার ইউজিসির সাথে সকল উপাচার্যদের বৈঠক আছে। সেখানে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত আসলে তা বাস্তবায়ন হবে। আর যদি নাও আসে তবে জরুরি একাডেমিক কাউন্সিল সভা করে বিশ্ববিদ্যালয় তার নিজের মতো করে পরীক্ষা গ্রহণের দিকে যাবে।
পরে উপাচার্যের বক্তব্যে আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তা মেনে নিয়ে দাবি বাস্তবায়নে আরও সাত (৭) দিনের সময় বেঁধে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, এর মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করে তা বাস্তবায়নের দিকে এগোতে হবে। না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা, তখন আর কোন আশ্বাসে কাজ হবে না।