ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসইতে বসুন্ধরা পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দরবৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউসিবি, এস আলম কোল্ড রোল্ড, এডিএন টেলিকম এবং এক্সিম ব্যাংক।