২২১ রানের লক্ষ্যে তিনে ব্যাট করতে নামেন ইমন। ৯ চার ও ৭ ছক্কায় ২৩৮ স্ট্রাইক রেটে পান সেঞ্চুরি। জয়ের জন্য শেষ ১২ বলে ৪ রান লাগতো ফরচুন বরিশালের। ইমনের সেঞ্চুরি পেতেও দরকার ছিল ৪ রান।
আনিসুল ইসলাম ইমনের অফস্টাম্পের বাইরের বল কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ইমন।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল এতদিন তামিম ইকবালের দখলে। ২০১৯ সালের বিপিএল ফাইনালে ৫০ বলে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তামিম। ওই বছরই বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের নাজমুল হোসেন শান্ত ৫১ বলে সেঞ্চুরি পান।
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি ম্যাচে শান্ত আরেকটি টি-টোয়েন্টি সেঞ্চুরি পেয়েছেন। এবার তার সেঞ্চুরি এসেছে ৫২ বলে। ইমন সবাইকে পেছনে ফেলে উঠেছেন চূড়ায়। রেকর্ড গড়া সেঞ্চুরিতে হয়েছেন ভাস্বর।