টিএসসিতে নারীদের নামাজের ব্যবস্থা: আজহারীর প্রশংসা

টিএসসিতে নারীদের নামাজের ব্যবস্থা: আজহারীর প্রশংসা

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামের উত্তর পাশে মেয়েদের একটি নামাজের জায়গা উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।


বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রশংসা করে অনেকেই স্যোশাল মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। তারা বিষয়টির প্রশংসা করে বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। এমনকি জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।


গতকাল সোমবার নিজের ফেসবুক পেজে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘মাশাআল্লাহ। দারুণ উদ্যোগ।’


টিএসসিতে মেয়েদের নামাজের স্থানের বিষয়ে ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ২০২২ সালে যখন সদ্য বিশ্ব‌বিদ‌্যালয়ে আসি, রমজান মাসে টিএসসিতে নামাজের জায়গার ব্যবস্থা করি প্রশাসনের বাধা উপেক্ষা করে। ২৪ ঘণ্টাও রাখতে পারিনি, ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ভিসি স্যার, প্রক্টর স্যারসহ গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও এসে নামাজের কক্ষ উদ্বোধন করায় আমরা তাদের কাছে কৃতজ্ঞ।


উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ এই নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে। বিগত শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায়নি। আশা করি এর মাধ্যমে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে পারব এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা