গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ

গ্যাস সংকটের কারণে ৩৮ দিন উৎপাদন চলার পরই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।


কারখানার মহাব্যবস্থাপক (পরিচালন) এ বি মাহমুদ জানান, প্রতিদিন ১ হাজার ১০০ টনের বেশি ইউরিয়া উৎপাদনের সক্ষমতার এই কারখানায় স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে দৈনিক অন্তত ৪ কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ফলে ওই রাতেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।


এর আগে, গত বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ ছিল। শ্রমিকদের কয়েক মাসের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ পুনরায় চালু হলে এ বছর ২৩ জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়।


তবে, গ্যাস চাপ কম থাকায় এবার পূর্ণমাত্রায় উৎপাদন ব্যাহত হচ্ছিল।


এ বিষয়ে জানতে চাইলে বিজিডিসিএলের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণত এই মৌসুমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে, সেটি সরকারি সিদ্ধান্ত। বাকি চারটি কারখানায় গ্যাস সরবরাহ রয়েছে এবং উৎপাদন চলছে। সরকার যখন গ্যাস সরবরাহের সিদ্ধান্ত দেবে, তখন কারখানায় গ্যাসসংযোগ দেওয়া হবে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা