মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসান।
রেজিস্ট্রার বলেন, ‘৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে আমরা পিএসসি বরাবর আবেদন করবো। আমাদের উপাচার্য বর্তমানে ঢাকায় আছেন। তিনি ঢাকা থেকে আসলেই আমরা অফিসিয়ালভাবে পিএসসিতে আবেদন করবো। আমরা চাই আমাদের সকল শিক্ষার্থী যেন ৪৩ তম বিসিএসে আবেদন করতে পারে।’
এর আগে ৪৩ তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়াতে পিএসসিতে দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুন-অর-রশিদ। এছাড়া পিএসসিতে একই দাবি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্ব দেয় ওই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪৩তম বিসিএসের আবেদন শুরু হবে। যা চলবে ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।